মোর্শেদ : ফেনীর ফুলগাজী আশ্রাফিয়া মাদ্রাসার মোহতামিম আল্লামা মুফতি হাবিবুর রহমান শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার সময় মৃত্যুবরন করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫। তিনি দীর্ঘদিন যাবৎ বিভিন্ন রোগে ভুগছিলেন এবং দেশে বিদেশে বিভিন্ন ডাক্তারের নিকট শরণাপন্ন হন।
তিনি ফুলগাজী আশ্রাফিয়া মাদ্রাসার একজন প্রতিষ্ঠাতার পাশাপশি বিভিন্ন সামাজিক কাজেও অবদান রাখেন।
মৃত্যুকালে তিনি সাত ছেলে তিন মেয়ে স্ত্রীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।
ফুলগাজী সদর ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মো.মজিবুর রহমান জানান, মরহুমের জানাযার নামাজ শনিবার (১৬ ফেব্রুয়ারি) বাদ আসর ফুলগাজীর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।জানাযায় হাজার হাজার লোকের সমাগম হয়।