ফারলিয়া সাইয়ারা আক্তার চৌধুরী : সম্প্রতি একটি সাক্ষাৎকারে ক্যাটরিনা কাইফ জানিয়েছেন সাবেক সম্পর্কগুলো নিয়ে কোনও ক্ষোভ তিনি মনের মধ্যে জমিয়ে রাখতে চান না।
এই সময় পত্রিকার খবরে বলা হয়, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, বিভিন্ন অনুষ্ঠানে রণবীর, দীপিকা এবং আলিয়ার সঙ্গে দেখা হলে কেমন লাগে তার। রণবীর সূত্রে তো তারা তিন জনেই বাঁধা। এর উত্তরে অকপট ক্যাটরিনা জানালেন, ‘হতাশা এবং কষ্টের মধ্যে দিয়ে আমিও গিয়েছি। কিন্তু কারও বিরুদ্ধে পুরনো রাগ বা ক্ষোভ জমিয়ে রাখায় আমি বিশ্বাসী নই। পুরনোকে আঁকড়ে ধরে রাখতে আমি চাই না।’
ক্যাটরিনার বিশ্বাস, কেউ তাকে ইচ্ছে করে কষ্ট দেবেন না। তার মতে, কখনও কখনও বেশি ভালো করতে গিয়ে সমস্যা দেখা দেয়। শত্রুর থেকে বন্ধু পাতানোতে বেশি বিশ্বাসী ক্যাট সুন্দরী।
সম্প্রতি ফিল্মফেয়ারে মুখোমুখি দেখা হয় ক্যাটরিনা ও রণবীরের। সেখানে তাদের সৌজন্যের নানা ছবি মুহূর্তে ভাইরাল হয়ে যায়।