জেলা প্রতিনিধি: টাঙ্গাইলের সন্তোষে ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছেন।
বৃহস্পতিবার গভীর রাতে সন্তোষ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বিদ্যুৎ অফিসের দিকে রওনা হলে কাগমারী এমএম আলী কলেজ মোড়ে পৌঁছলে পুলিশ তাদের আটকে দেয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন শিক্ষার্থীরা।
পরে পুলিশ বিভাগের পক্ষ থেকে দুইজন এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে তিনজন প্রতিনিধি বিদ্যুৎ অফিসে গেলে তাদেরকে আগামী রোববার (২৮ এপ্রিল) থেকে আর লোডশেডিং হবে না বলে জানান বিদ্যুৎ অফিসের লোকজন।
এ আশ্বাসের পর শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল স্থগিত করে বিশ্ববিদ্যালয়ে ফিরে যান।