সৈয়দ সালা উদ্দিন বাসেল : সফরকারী আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য পনেরো সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাতে বাদ পড়েছেন ‘কাটার মাস্টার’ মোস্তাফিজুর রহমান। তার জায়গায় দলে ডাক পেয়েছেন আরেক পেসার তাসকিন আহমেদ।
কন্ডিশনিং ক্যাম্প চলকালে পিটে চোট পেয়েছিলেন মোস্তাফিজ। এই চোটই তাকে আফগানিস্তানের বিপক্ষে দল থেকে ছিটকে দিয়েছে বলে জানা গেছে। এ ব্যাপারে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানালেন, সামনে অনেক খেলা থাকায় মোস্তাফিজকে নিয়ে কোন ঝুঁকি নিতে চান না তারা।
শুক্রবার ঘোষিত বাংলাদেশের পনেরো সদস্যের দলে পেস আক্রমণে তাসকিনের পাশাপাশি রয়েছেন আবু জায়েদ রাহি ও এবাদত হোসেন। মোস্তাফিজের না থাকার ব্যাখ্যায় প্রধান নির্বাচক বলেন, “কন্ডিশনিং ক্যাম্পের মধ্যে মোস্তাফিজের হালকা ইনজুরি পেয়েছি আমরা। সামনে অনেকগুলো টেস্ট ম্যাচ আছে। ভারত সফরও আছে। টি-টোয়েন্টি ত্রিদেশীয় সিরিজ আছে। এই কারণে তাকে বিশ্রাম দেওয়া হয়েছে।”
আগামী ৫ সেপ্টেম্বর সিরিজের একমাত্র টেস্টে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান। এর আগে ১ সেপ্টেম্বর বিসিবি একাদশের বিপক্ষে দুদিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে আফগানরা।
বাংলাদেশ টেস্ট দল
সৌম্য সরকার, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, আবু জায়েদ, তাসকিন আহমেদ ও এবাদত হোসেন