আহমেদ জিয়া, নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সহ- সভাপতি কামাল হোসেনের বাগান বাড়ি থেকে বেশ কিছু সংখ্যক দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পলাশ থানা পুলিশ। রবিবার ২২ সেপ্টেম্বর বিকালে ডাঙ্গা ইউনিয়নের ডাঙ্গা বাজার এলাকায় অবস্থিত ওই বাগান বাড়িতে অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
এ তথ্য নিশ্চিত করেন পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) শেখ মো: নাসির উদ্দীন। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।
ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইউনিয়ন আওয়ামী লীগ নেতা কামাল হোসেনের বাগান বাড়িতে অভিযান চালানো হয়। এসময় সেখান থেকে ২৫ টি রামদা, ৫ টি চাপাতি ও কয়েকটি লোহার পাইপ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত দেশীয় অস্ত্রগুলো জব্দ করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।