নিজস্ব প্রতিবেদক: আদর্শিক সমাজ বিনির্মান করার দৃঢ় প্রত্যয় নিয়ে আত্মপ্রকাশ করল শরীফপুর আদর্শ সোসাইটি। ফেনী জেলার দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর এ ৫০ জন তরুনের এই সংগঠনের মূল উদ্দেশ্য হচ্ছে আদর্শিক সমাজ বিনির্মান। এলাকার জনসাধারণকে সাথে নিয়ে সমাজের শিক্ষা ব্যবস্থা, ক্রীড়া ও সমাজ সেবায় কাজ করার লক্ষে সংগঠনটি প্রতিষ্ঠা করেন শরীফপুরের তরুণরা। গত ১ জানুয়ারী সংগঠনের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়। সকল সদস্যের সর্ব সম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হন, বিশিষ্ট সমাজকর্মী ও ব্যাংকার এম.মহিউদ্দিন শরিফী এবং সাধারন সম্পাদক নির্বাচিত হন মোঃ শাহাদাত হোসেন তালুকদার। কার্যকরী কমিটি অন্য সদস্য়রা হচ্ছেন সিনিয়র সহ-সভাপতি মোঃ নজরুল ইসলাম রুবেল, সহ-সভাপতি মোঃ শাহাদাত হোসেন পাটোয়ারী, সহ-সাধারন সম্পাদত মোঃ তৌহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন জুটন, অর্থ সম্পাদক মোঃ খিজির আহমদ, সহ-অর্থ সম্পাদক মনিরুল ইসলাম রাজু, অফিস ও প্রচার সম্পাদক মোঃ আনোয়ার হোসেন।
সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা পেলে এ সংগঠনকে আমরা রোলমডেল হিসেবে অধিষ্ঠিত করতে পারবো, ইনশাআল্লাহ বলেন সংগঠনের সভাপতি। সাধারন সম্পাদক মোঃ শাহাদাত হোসেন তালুকদার বলেন, আদর্শিক সমাজ গঠনই আমাদের মূল উদ্দেশ।