প্রযুক্তি ডেস্ক:
অ্যামাজনের তথ্যমতে, প্রোটিয়াস রোবটে উন্নত নেভিগেশন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। নিজেকে সুরক্ষিত রাখতে সামনে সবুজ আলো জ্বালিয়ে পথ চলে রোবটটি। যখনই কোনো মানুষ রশ্মির মধ্যে প্রবেশ করে, তখনই রোবটটি থেমে যায়। সামনে থাকা মানুষ সরে যাওয়ার পর পুনরায় চলতে শুরু করে।
সূত্র: দ্য ভার্জ