আমাদের সংবাদ ডেস্ক:
ভারতে পরীক্ষামূলকভাবে আগামীকাল (১ ডিসেম্বর) থেকে দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরু এবং ভুবনেশ্বরে ‘ডিজিটাল রুপি’র পরিষেবা চালু করছে ভারতের কেন্দ্রীয় ব্যাংক (আরবিআই)। তবে সব জায়গায় এ ডিজিটাল মুদ্রা লেনদেনের সুযোগ এখনই তৈরি হচ্ছে না। আপাতত ৪টি শহর লেনদেনের সুবিধা পাবে।
আরবিআইয়ের ডিজিটাল রুপি কাগজের নোট এবং কয়েনের বিকল্প হিসেবে ব্যবহার করা যাবে যা পাওয়া যাবে সরাসরি ব্যাংক থেকেই। ডিজিটাল ওয়ালেটে রাখা রুপি ব্যবহার করার জন্য থাকবে একটি করে স্ক্যান কোড বা কিউআর কোড। যা স্মার্টফোনের মাধ্যমে স্ক্যান করে যাবতীয় খরচ মেটানো যাবে।
দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরু ও ভুবনেশ্বরে ডিজিটাল রুপির পরীক্ষামূলক প্রকল্প সফল হলে পরে আমদাবাদ, হুয়াজাতি, হায়দরাবাদ, ইনদওর, কোচি, লখনই, পটনা এবং শিমলায়সহ গোটা দেশে এ পরিষেবা চালু করবে আরবিআই। তবে প্রথম পর্যায়ে আপাতত স্টেট ব্যাংক অব ইন্ডিয়া, ইয়েস ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক এবং আইডিএফসি ফার্স্ট ব্যাংক থেকে পাওয়া যাবে এই পরিষেবা।