তাজা খবর:
Home / আমাদের ক্যাম্পাস / বেরোবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু
বেরোবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু

বেরোবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, বেরোবি:

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) স্নাতক (সম্মান) ২০২১-২২ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের শিক্ষার্থীদের উদ্বোধনী ক্লাস শুরু হয়েছে।

রোববার বিশ্ববিদ্যালয়ের মোট ২২টি বিভাগের দুই তৃতীয়াংশ বিভাগে প্রথম বর্ষের উদ্বোধনী ক্লাস শুরু হয়। এ সময় বিভাগগুলোতে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য সরিফা সালোয়া ডিনা, বিভাগীয় প্রধানসহ অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।

নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এরপর শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপদেশমূলক বক্তব্য শোনান শিক্ষকরা।

বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস (এমআইএস) বিভাগের নবীন শিক্ষার্থী রিয়াদ বলেন, আজকের দিনটি আমার জীবনের একটি গুরুত্বপূর্ণ দিন। আজ থেকে নিজেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে পরিচয় দিতে পারব। প্রথম ক্লাস খুবই ভালো লেগেছে। নতুন বন্ধুদের সাথে পরিচয় হতে পেরেছি। খুবই ভালো লাগছে।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের নবীন শিক্ষার্থী কানিজ ফাতেমা বলেন, আমার অনেক ইচ্ছা ছিল একদিন বিশ্ববিদ্যালয়ে পড়ব। আল্লাহ আমার আশা পূরণ করেছেন। আজ থেকে আমার নতুন পথ চলা শুরু হলো। আমি বিশ্ববিদ্যালয়ের লেখাপড়া শেষ করে দেশের জন্য কাজ করে যেতে চাই।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা নবীন শিক্ষার্থীদের ক্যাম্পাসে স্বাগত জানিয়ে বলেন, প্রথম বর্ষের শিক্ষার্থীরা যে অধ্যাবসায়, নিষ্ঠা ও একাগ্রতার মাধ্যমে উচ্চশিক্ষার জন্য এই ক্যাম্পাসে আসতে সক্ষম হয়েছে, একই প্রত্যয়ে তারা উচ্চশিক্ষা গ্রহণ করে দেশ ও জাতিকে আলোকিত করবে এবং সমৃদ্ধ বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা রাখবে। আজকের নবীন শিক্ষার্থীরা আগামীতে দেশ ও জাতির স্বপ্ন পূরণের কারিগর হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Close