এস.বি-সুজন, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে পাঁচ কেজি ওজনের ৪৫টি সোনার বারসহ আজিজার রহমান নামে এক পাচারকারী বৃদ্ধকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার বিকেলে এক সংবাদ সম্মেলনে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দ বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, সোমবার রাতে জেলার কুটিরচর এলাকা থেকে সোনার বারসহ আজিজার রহমানকে আটক করা হয়। আটককৃত আজিজার রহমান আদিতমারী উপজেলার দূর্গাপুর ইউনিয়নের বানিয়াটারী এলাকার মোহাম্মদ আলীর ছেলে। সংবাদ সম্মেলনে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাটের কুটিরচর এলাকায় অবস্থান নেন বিজিবি সদস্যরা। এ সময় বিজিবি টহল দল এক ব্যক্তিকে আসতে দেখে। ওইসময় বিজিবিকে দেখে ঐ ব্যক্তি পালানোর চেষ্টা করেন। এ সময় তাকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৫ কেজি ২৪৮.৭২ গ্রাম ওজনের ৪৫টি সোনার বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সোনার মূল্য প্রায় সাড়ে চার কোটি টাকা।
