তাজা খবর:
Home / আমাদের তথ্য প্রযুক্তি / গুগল ম্যাপ আপনার যেসব উপকারে আসতে পারে
গুগল ম্যাপ আপনার যেসব উপকারে আসতে পারে

গুগল ম্যাপ আপনার যেসব উপকারে আসতে পারে

তথ্যপ্রযুক্তি ডেস্ক:

প্রথমেই ‘স্টার্টিং পয়েন্টে’ যাত্রা শুরুর জায়গার নামটি লিখুন। সে সময়ই গন্তব্যের জায়গাটিও জানিয়ে রাখুন। এর পর ডান দিকের ৩টি ডটে ক্লিক করুন।

ডান দিকের ডটগুলোতে ক্লিক করলে একাধিক জায়গার নাম জুড়তে পারেন। চূড়ান্ত গন্তব্যের আগে যেসব জায়গায় আপনার যাওয়ার কথা রয়েছে, ড্র্যাগ অ্যান্ড ড্রপ পদ্ধতিতে একাধিক স্থানের নাম এতে সেভ করে রাখতে পারেন।

অনলাইনে গুগল ম্যাপ খুলে রাখতে না চাইলে অফলাইনেও এর সুবিধা নিতে পারেন। এক্ষেত্রে আপনি যেখানে যাবেন এবার গুগল ম্যাপে সেই স্থানের নামের আইকনে ক্লিক করে সিলেক্ট করুন ‘ডাউনলোড অফলাইন ম্যাপ’। পরে সেটি খুঁজে পেতে ক্লিক করুন ‘ইয়োর অবতার’ এবং ‘অফলাইন ম্যাপ’।

এক ক্লিকেই গন্তব্যের জায়গাটি গুগল ম্যাপে দেখতে চান? সে সুবিধাও রয়েছে এখানে। যে জায়গায় যেতে চান, সেখানকার ঠিকানাটি অ্যাপে লিখুন। তবে এবার রাইট ক্লিক করে আপনার গন্তব্যের নামটিও লিখতে পারেন।

গন্তব্যের নাম-ঠিকানা লেখার পর গুগল ম্যাপে একটি ড্রপডাউন লিস্ট আসবে। সেখান থেকেই যখন খুশি একটি ক্লিকেই নিজের গন্তব্য সম্পর্কে জানতে পারবেন।

রেস্তরাঁয় খেতে যেতে চান? হাজারো অ্যাপের ঝামেলায় না গিয়ে সহজেই পছন্দের রেস্তরাঁ খুঁজে নিয়ে পারেন গুগল ম্যাপের সাহায্যে। আর এটার জন্য গুগল ম্যাপের মূল মেনুতে গিয়ে ‘রেস্তরাঁ’য় আইকনে ক্লিক করুন। সঙ্গে সঙ্গে অজস্র রেস্তরাঁর নাম ভেসে উঠবে। তার মধ্যে থেকে পছন্দসই রেস্তরাঁ বেছে নিন। সেখানে কী কী খাবার বা পানীয় পাওয়া যায়, সে তালিকাও পেয়ে যেতে পারেন ম্যাপ থেকেই।

পছন্দের গান শুনতে গুগল ম্যাপকে কীভাবে ব্যবহার করবেন? হ্যাঁ! এটাও সম্ভব। এই অ্যাপে আপনার মনের মতো গানগুলো অ্যাড করে নিতে পারেন। পরে ইচ্ছামতো সেগুলো ঘুরিয়েফিরিয়ে শুনতে পারেন।

এটা করতে আপনাকে যা করতে হবে সেটা হলো─ প্রথমে এই অ্যাপটির সেটিংসে যান। এরপর সেখান থেকে ‘নেভিগেশন সেটিংস’ বেছে নিন। তা থেকে ‘অ্যাসিস্ট্যান্ট ডিফল্ট মিডিয়া প্রোভাইডার’ ক্লিক করুন। গান শোনার জন্য যে সমস্ত অ্যাপের অপশন আসবে, তার থেকে পছন্দেরটি বেছে নিন। সেটিই আপনার গুগল ম্যাপের ইন্টারফেসে ভেসে থাকবে।

যেখানে যাবেন বলে স্থির করেছেন, সেখানে গাড়ি পার্ক করা যাবে তো? এ নিয়ে দুশ্চিন্তা করে লাভ নেই। বরং তা খুঁজে নিন গুগল ম্যাপেই। প্রথমে গন্তব্যের নামটি গুগল ম্যাপে লিখুন। এর পর ম্যাপটি ‘এক্সপ্যান্ড’ করে ‘ডিটেইলস’ ক্লিক করুন। গন্তব্যের জায়গায় পার্কিং রয়েছে কিনা তা সঙ্গে সঙ্গে জানিয়ে দেবে ম্যাপ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Close