ফরিদপুর সদর উপজেলার ১১ ইউনিয়নে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোটগ্রহণ আজ (বৃহস্পতিবার)। সবগুলো কেন্দ্রেই ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ হবে।
ইতোমধ্যে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে ইভিএম মেশিন। নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে নির্বাচনী পরিবেশ শান্ত থাকলেও শেষ দুই দিনে বেশ কয়েকটি সহিংসতার ঘটনা ঘটে কয়েকটি ইউনিয়নে। ভোটের দিন বাড়তি নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ১১ ইউনিয়নের ১০৩টি কেন্দ্রে ৬৬৫টি বুথে ভোট গ্রহণ করা হবে। সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। এ নির্বাচনে চেয়ারম্যান পদে ৬৯, সাধারণ সদস্য পদে ৩৫৮ ও সংরক্ষিত নারী সদস্য পদে ১১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে মোট ভোটার সংখ্যা দুই লাখ ৩৩ হাজার ২৯ জন। নির্বাচন পরিচালনার জন্য দুই হাজার ৯৮ জন কর্মকর্তা-কর্মচারী দায়িত্ব পালন করবেন।
ফরিদপুর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. নূরুল আমীন জানান, আজকের নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে আনসার, পুলিশ, র্যাব সদস্যদের পাশাপাশি বিজিবি সদস্যরা মোতায়েন থাকবে। এছাড়াও ১১ ইউনিয়নে ১৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ৬ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত দায়িত্ব পালন করবেন।